Sylhet Today 24 PRINT

মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৬০

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৪

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। রুশ তদন্ত কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলার ঘটনায় ইউক্রেনের সম্পৃক্ততার কোনো আভাস পাওয়া যায়নি। শুক্রবার হামলার পরপর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনা সম্পর্কে হোয়াইট হাউস জেনেছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, মস্কোয় ভয়াবহ ওই হামলার সঙ্গে ইউক্রেনের কিংবা ইউক্রেনের কোনো নাগরিকের সম্পৃক্ততার আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৭ মার্চ যুক্তরাষ্ট্র মস্কোয় তার দূতাবাস থেকে নিরাপত্তা সতর্কতা জারি করে। তাতে জনসমাগমস্থল এড়িয়ে চলতে মার্কিনদের পরামর্শ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.