Sylhet Today 24 PRINT

টাকার অভাবে নির্বাচনে অংশ নেবেন না ভারতের অর্থমন্ত্রী নির্মলা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২৪

নির্বাচনে খরচ করার মতো অর্থ না থাকার কারণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশটির লোকসভা নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অর্থ সংকটে থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার এক সম্মেলনে নির্মলা সীতারামণ বলেন, ‘নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ আমার নেই। এ ছাড়া অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু এটি নিয়েও আমার সমস্যা আছে। নির্বাচনে জয় পাওয়ার যে কয়েকটি নির্ণায়ক রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে।’

বিজেপির সভাপতি জেপি নাড্ডা তাকে হয় অন্ধ্রপ্রদেশ না হয় তামিলনাড়ু এই দুই জায়গার যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দেন বলে জানান সীতারামণ।

অর্থমন্ত্রী হয়ে কেন নির্বাচন করার মতো টাকা নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের অর্থসম্পদ আমার নয়। আমার বেতন, আমার আয় এবং আমার সঞ্চয় আমার এবং এগুলো ভারতের সম্পদ নয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.