Sylhet Today 24 PRINT

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২৪

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি ব্যস্ত বাজারে গাড়িবোমা হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।

রোববার (৩১ মার্চ) সকালে তুরস্ক সীমান্তের কাছে আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কেন্দ্রীয় বাজারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছে সিরিয়ায় কাজ করা স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস।

ঘটনার একটি ফুটেজে দেখা গেছে মাটিতে মৃতদেহ পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন ও একটি গাড়ির ধ্বংসাবশেষ আগুনে পুড়ে যেতেও দেখা গেছে।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে তুর্কিপন্থী স্বশস্ত্রগোষ্ঠীরা গৃহযুদ্ধ করছে। আর আজাজ শহরটি এ স্বশস্ত্রগোষ্ঠীদের দ্বারা নিয়ন্ত্রিত।

শহরটিতে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

বোমাটি যখন বিস্ফোরিত হয়, তখন বাজারে ক্রেতারা ঈদুল ফিতর উপলক্ষে তাদের বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে ব্যস্ত ছিলেন।

আজাজসহ সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় বেসামরিক এলাকায় বোমা হামলা নতুন নয়।

২০১৭ সালে শহরের আদালতের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল।

ইসলামিক স্টেট ২০১৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য শহরটি দখল করতে পেরেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.