Sylhet Today 24 PRINT

নেতাজীর ১০০ গোপন ফাইল প্রকাশ করলেন মোদি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৬

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মজয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে তার সম্পর্কিত ১০০টি গোপন ফাইল প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

২৩ জানুয়ারি (শনিবার) এসব গোপন ফাইল প্রকাশ করা হয়।

সরকারিভাবে এই ফাইল উন্মোচনের মাধ্যমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের গোপন তথ্য জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১৪ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসুর পরিবারের আলোচনায় ফাইলগুলো প্রকাশ্যে আনার ব্যাপারে আলোচনা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় শনিবার নয়াদিল্লির ন্যাশনাল আর্কাইভ অব ইন্ডিয়ায় সুভাষ বসুর পরিবারের ১২ জন সদস্যের উপস্থিতিতে এই ফাইলগুলোর ডিজিটাল কপি উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বছরও নেতাজী সংক্রান্ত ৩৩টি গোপন ফাইল প্রকাশ্যে এনেছিল ভারত সরকার। তবে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিলো না। অবশ্য নতুন এই ১০০টি ফাইল প্রকাশ্যে আসার মাধ্যমে নেতাজীর অন্তর্ধান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছে থাকা এই ধরনের গোপন কিছু ফাইল প্রকাশ্যে এনেছিলেন।

উন্মুক্ত করার পর বর্তমানে ভারতের জাতীয় আর্কাইভে এই ফাইলগুলি রাখা আছে। সাধারণ মানুষ এখানে ডিজিটালভাবে এই তথ্যগুলি পড়তে পারবেন। 

উল্লেখ্য,ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত পুরুষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজ। নেতাজি ৮৯৭ সালের ২৩ জানুয়ারি সুভাষ চন্দ্র বসু ভারতের ওড়িষা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.