Sylhet Today 24 PRINT

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৪

তানজানিয়ার দারুস সালাম শহরের দৃশ্য। ছবি : সংগৃহীত

তানজানিয়ায় কয়েক সপ্তাহের টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পর্যন্ত পূর্ব আফ্রিকার দেশটিতে অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩৬ জন।

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এল নিনোর জলবায়ু চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এল নিনো জলবায়ু একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী।

প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে ২ লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে অন্তত ১১৮ বন্দি পালিয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এ ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.