নিউজ ডেস্ক

১৮ জুন, ২০২৪ ১০:৩৮

৮ মাসে গাজায় জাতিসংঘের সংস্থার ১৯৩ কর্মী নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বেসামরিক নাগরিকদের পাশাপাশি রেহাই পাচ্ছেন না ত্রাণকাজে নিয়োজিত জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরাও। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর ১৯৩ কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, ‘এ প্রাণহানি সত্ত্বেও এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পরিবারগুলোকে সহায়তা প্রদান ও ত্রাণ সরবরাহ করতে আমাদের সহকর্মীরা কাজ করে যাবেন।’


সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থা আরও বলেছে, ইউএনআরডব্লিউএর কর্মী ছাড়াও সংস্থাটি পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলায় ৪৯৭ জন বাস্তুচ্যুত ফিলিস্তিন নিহত হয়েছেন।

এদিকে পবিত্র ঈদুল আজহার দিনেও রাফাসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন।


এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৩৭২ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত