Sylhet Today 24 PRINT

অবিশ্বাস্য, একটি আলুর ছবির মূল্য ৮ কোটি টাকা !

ওয়েব ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

একটা আলুর সবচেয়ে বেশি দাম কত হত পারে। খুব বেশি হলে পাঁচ টাকা। কিন্তু আলুর ছবির দাম? সম্ভবত দাম দিয়ে কেনার নজির নেই। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে, আলুর একটা ছবি ১ মিলিয়ন ইউরো (প্রায় সোয়া আট কোটি টাকা) দামে কিনলেন এক অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী।

প্রখ্যাত চিত্রগ্রাহক কেভিন অ্যাবোসচের তোলা একটি আইরিশ আলুর ছবি কিনেছেন ইউরোপের এক ব্যবসায়ী। কালো প্রেক্ষাপটে ছবিটি তোলা হয়েছিল। ২০১০-এ ওই ছবি তোলা হয়েছিল। ৪৬ বছরের কেভিনের তোলা স্টিভেন স্পিলবার্গ, মিচেল পেলিন, ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ এবং মালালা ইউসুফজাইয়ের পাশেই ছিল ওই ছবিটি। তিনটি প্রিন্ট রয়েছে ছবিটির। একটি রয়েছে কেভিনের সংগ্রহে। অন্যটি সার্বিয়ার শিল্প সংগ্রহশালায় দান করা হয়েছে। তৃতীয়টি বিক্রি হয়ে গেল।

সানডে টাইমস-কে কেভিন জানিয়েছেন, ওই ব্যবসায়ীর ছবিটি দেখে খুব ভালো লেগে যায়। কেভিনের কথায়, ‘আমরা দুই গ্লাস ওয়াইন পান করছিলাম। তখন ওই ব্যবসায়ী বললেন, আমার এটা খূব পছন্দ হয়েছে। আরও দুই গ্লাস ওয়াইন পানের পর তিনি বললেন, আমি সত্যিই ওটা চাই। দুই সপ্তাহ পরে দাম ঠিক হয়।এটিই আমার তোলা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হল’।

উল্লেখ্য, কেভিন খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। গত সপ্তাহে তিনি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমন্ত্রিত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.