Sylhet Today 24 PRINT

সব্জি বিক্রেতার বেশে নারী বোমাবাজদের হামলায় নিহত অন্তত ৩৫

ধারণা করা হচ্ছে ক্যামেরুনের ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই তিন আত্মঘাতীসহ ৩৫ জন নিহত ও ৬০জন আহত হয়েছেন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

ক্যামেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫জন নিহত হয়েছেন। সোমবারের এসব বোমা হামলায় আহত হয়েছেন ৬০জন।

সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১.৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান।

ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫জন নিহত ও ৬০জন আহত হয়েছেন।

বোদো শহরটি ক্যামেরুনের সবচে উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত।

নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

অবশ্য বিবিসি বলছে, অন্ততপক্ষে তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে অন্ততপক্ষে ২৫জন নিহত হয়েছেন।

গেল মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে নিজেদের উড়িয়ে দেয়।

বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও এই আঞ্চলিক জোটগত লড়াইয়ের অংশিদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.