Sylhet Today 24 PRINT

জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ‘সন্ত্রাসে উৎসাহের’ অভিযোগ

ওয়েব ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বিরুদ্ধে 'সন্ত্রাসে উৎসাহ' দেওয়ার অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির জানিয়েছে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষার লড়াই নিয়ে বানের এক বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার নেতানিয়াহুর এই প্রতিক্রিয়া।
 
নেতানিয়াহু বলেন, 'জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া হয়েছে। সন্ত্রাস কোনোভাবেই বৈধতা পেতে পারে না।'
 
গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে  বান কি-মুন ফিলিস্তিনিদের লড়াই প্রসঙ্গে বলেন, 'আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো মানব চরিত্রেরই অংশ। কিছু ফিলিস্তিনি, বিশেষ করে তরুণরা চরম দুর্দশা আর গভীর বিচ্ছিন্নতাবোধ থেকে এ ধরনের হামলায় উদ্বুদ্ধ হচ্ছে। অর্ধ শতক ধরে চলে আসা জবরদখল এবং থমকে থাকা শান্তি প্রক্রিয়া জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, যাতে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে।'
 
জাতিসংঘ বহু দিন আগেই তার নিরপেক্ষ অবস্থান এবং নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন ইসরায়েলি নেতা।
 
আল-আকসা মসজিদে প্রবেশে বাধাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত-সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। এই সহিংসতায় গত অক্টোবর থেকে ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.