Sylhet Today 24 PRINT

সৌদিতে প্রতি মিনিটেই একটি দুর্ঘটনা

সৌদি আরবে প্রতি মিনিটে একটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় প্রদেশের যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব।

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৬

সৌদি আরবে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আর এসব দুর্ঘটনায় বছরে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের (আশ-শারকিয়্যাহ) যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব সুলতান আল-জাহরানি এ তথ্য জানিয়েছেন।

জাহরানি জানান, ৬৫ শতাংশ দুর্ঘটনা ঘটে মহানগর ও শহরগুলোতে। এসব দুর্ঘটনায় বার্ষিক ক্ষতি হয় দুই হাজার ১০০ কোটি রিয়াল।

আল-জাহরানির বরাত দিয়ে আরব নিউজ-এর খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। দেশটিতে বছরে এক লাখের মধ্যে ২১ জন নিহত হন সড়ক দুর্ঘটনায়।

২০১৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আল-জাহরানি বলেন, ওই বছরে সংঘটিত দুর্ঘটনার ৭০ শতাংশ হয়েছে মহাসড়কে।  

আগামী ১০ বছরের মধ্যে এসব দুর্ঘটনা ৩০ শতাংশ কমিয়ে আনতে কৌশল প্রণয়ন করা হচ্ছে বলেও জানান আল-জাহরানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.