Sylhet Today 24 PRINT

শরণার্থী ইস্যুতে কঠোর হচ্ছে জার্মানি ও ফিনল্যান্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৬

সুইডেনের পর এবার শরণার্থীদের বিতাড়িত করতে চাইছে জার্মানি ও ফিনল্যান্ড। এর আগে বুধবার সুইডেন জানিয়েছে, তারা ৮০ হাজার শরণার্থীকে ফেরত পাঠাবে।

শরণার্থীদের ঢল প্রতিরোধে এবার আইন কঠোর করছে জার্মানি। আর ফিনল্যান্ড চাইছে সেখানে আশ্রয় নেয়া শরণার্থীদের দুই তৃতীয়াংশকেই দেশে ফেরত পাঠাতে। সুইডেনে শরণার্থী তাড়ানোর ঘোষণার একদিনের মাথায় বৃহস্পতিবার দেশ দুটির পক্ষে এ ঘোষণা এলো।

জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছেন, আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়াকে ‘নিরাপদ’ দেশ হিসেবে মনে করা হচ্ছে। এর মানে হচ্ছে এখন থেকে এসব দেশ থেকে কাউকে শরণার্থী হিসেবে গ্রহণ করা হবে না। খবর দ্যা গার্ডিয়ানের।

যাদেরকে সীমিত শরণার্থী নিরাপত্তা দেয়া হয়েছে, তাদেরকে আগামী দুই বছর জার্মানিতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আসার অনুমতি দেয়া হবে না। এ ছাড়া যেসব শরণার্থী দ্রুত আশ্রয় আবেদন করতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে ফেরত পাঠানো হবে।

গত বছর জার্মানি প্রায় ১১ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এদের অধিকাংশই যুদ্ধবিদ্ধস্ত সিরিয়া থেকে আসা। সম্প্রতি শরণার্থী ইস্যুতে অভ্যন্তরীণ ও ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।  আগামী মার্চে জার্মানির তিনটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী বছর দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। আসন্ন এ দুটি নির্বাচনে ভোটারদের মন রক্ষা করতেই মের্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস দল শরণার্থী ইস্যুতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ফিনল্যান্ডে আশ্রয় নেয়া ৩২ হাজার শরণার্থীদের মধ্যে দুই তৃতীয়াংশকেই ফেরত পাঠাতে চাইছে দেশটি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পাইভি নের্গ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা দুই তৃতীয়াংশের কথা নীতিগতভাবে বলেছি। এর মানে হচ্ছে ৩২ হাজার শরণার্থীর দুই তৃতীয়াংশ নেতিবাচক জবাব পেতে যাচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.