Sylhet Today 24 PRINT

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স!

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ফের উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

তেলআবিবকে সতর্ক করে দিয়ে ফরাসি সরকার বলেছে, এই উদ্যোগ ব্যর্থ হলে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ।

শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লুরেন্ট ফাবিয়াস বলেছেন,‘আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরবদের নিয়ে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র ফর্মুলা বাস্তবায়নে চেষ্টা চালাবে প্যারিস।

তিনি বলেন,‘কোনো কারণে এ উদ্যোগ ব্যর্থ হলে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব।’

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্টের সঙ্গে সখ্যতা কমেছে তেলআবিব সরকারের। এছাড়া প্রধানমন্ত্রী বেইয়ামিন নেতানিয়াহুর একগুয়ে আচরণের কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও জাতিসংঘের কাছ থেকেও বিচ্ছন্ন হয়ে পড়েছে এই ইহুদি রাষ্ট্রটি।

এ অবস্থায় ফ্রান্সের এ বক্তব্য ইসরায়েলকে আরো কোনঠাসা করে ফেলবে বলেই মনে হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.