Sylhet Today 24 PRINT

আইওয়াতে হেরে গেছেন ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

যুক্তরাষ্ট্রের আইওয়ায় অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ভোটে হেরে গেছেন রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে জয় পেয়েছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তিনি ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাংসদ মার্কো রুবিও’কে পরাজিত করেছেন। তবে তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেমোক্রেটিক দলের ফলাফল এখনো জানা যায়নি। তবে আইওয়ায় ডেমোক্রেটিক দলের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

সোমবার থেকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বরাবরের মতো এবারও দেশটির আইওয়া অঙ্গরাজ্য থেকেই  দলীয়  প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের সমর্থকরা।

এর মধ্য দিয়েই মূলত শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া। আগামী নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.