Advertise

ওয়েব ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:২১

ঝড়ো হাওয়ায় উল্টে গেল জলপ্রপাত!

স্কটল্যান্ডে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে দুটি জলপ্রপাতের পানি উল্টোদিকে বইতে দেখা গেছে।

স্থানীয় এসটিভি নিউজ খবর দিচ্ছে, ঘটনাটি ঘটেছে আইল অফ মাল নামে একটি দ্বীপে।

সোমবার সেখানে ঝড়ের সময় বাতাসের গতিবেগ এত বেশি ছিল যে হাওয়ার ধাক্কায় সেখানকার দুটি জলপ্রপাতের পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উল্টোদিকে বইতে থাকে।

জলপ্রপাতের পানি নিচে নামার পর সাধারণত যে দৃশ্য দেখা যায়, ঝড়ের সময় সেই একই দৃশ্য দেখা যায় মাটি থেকে কয়েকশো ফুট ওপরে।

এই পুরো ঘটনাটি ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় বাসিন্দা রুবেন ও`কনেল।

তিনি বলছেন, ঐ জলপ্রপাত দুটির অপর দিক থেকে তিনি অবাক হওয়ার মত এই দৃশ্য দেখতে পান।

"আমার জীবনে এমন ঘটনা আর দেখিনি"- তিনি এসটিভি নিউজকে বলেন।

আপনার মন্তব্য

আলোচিত