Sylhet Today 24 PRINT

ঝড়ো হাওয়ায় উল্টে গেল জলপ্রপাত!

ওয়েব ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্কটল্যান্ডে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে দুটি জলপ্রপাতের পানি উল্টোদিকে বইতে দেখা গেছে।

স্থানীয় এসটিভি নিউজ খবর দিচ্ছে, ঘটনাটি ঘটেছে আইল অফ মাল নামে একটি দ্বীপে।

সোমবার সেখানে ঝড়ের সময় বাতাসের গতিবেগ এত বেশি ছিল যে হাওয়ার ধাক্কায় সেখানকার দুটি জলপ্রপাতের পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উল্টোদিকে বইতে থাকে।

জলপ্রপাতের পানি নিচে নামার পর সাধারণত যে দৃশ্য দেখা যায়, ঝড়ের সময় সেই একই দৃশ্য দেখা যায় মাটি থেকে কয়েকশো ফুট ওপরে।

এই পুরো ঘটনাটি ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় বাসিন্দা রুবেন ও`কনেল।

তিনি বলছেন, ঐ জলপ্রপাত দুটির অপর দিক থেকে তিনি অবাক হওয়ার মত এই দৃশ্য দেখতে পান।

"আমার জীবনে এমন ঘটনা আর দেখিনি"- তিনি এসটিভি নিউজকে বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.