Sylhet Today 24 PRINT

ভাইরাস আতঙ্কে পালটে গেল গাড়ির নাম

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

জিকা ভাইরাসের বিস্তার নিয়ে পৃথিবীব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ার পর ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা তাদের নতুন গাড়ির নাম বদলে দিয়েছে।

টাটা যে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল - তার নাম ছিল 'জিপ্পি কার' - সংক্ষেপে 'জিকা'।

'জিকা'র বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

কিন্তু জিকা যেহেতু এখন একটি ক্ষতিকর ভাইরাসের নাম হিসেবে দুনিয়াজোড়া পরিচিতি পেয়ে গেছে তাই টাটা এই নাম বদলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়ি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হয়। এর গায়ে অবশ্য জিকা নামটিই থাকলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে, বলছে টাটা।

পৃথিবীর ২০টি দেশে এখন মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এই ভাইরাসে কোন গর্ভবতী মহিলা আক্রান্ত হলে তার সন্তান অস্বাভাবিক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।

বিশ্বস্থাস্থ্য সংস্থা ইতিমধ্যেই একে আন্তর্জাতিক স্বাস্থ্য হুমকি বলে ঘোষণা করেছে। এর মোকাবিলা করার মতো কোন টিকা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয় নি।

টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির জন্য সুপরিচিত, তবে তারা জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডেরও মালিক। বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.