ডেস্ক রিপোর্ট

০৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:২৭

আজ বিশ্ব ক্যান্সার দিবস

আজ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য আমরা পারি, আমি পারি।

দেশে বর্তমানে প্রায় ১২ লাখ ক্যান্সার রোগী রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর বাংলাদেশে প্রায় দুই লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। আর বিশ্বে প্রতি বছর ক্যান্সার রোগে মারা যায় ৮২ লাখ মানুষ।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে নানা আয়োজন।

ক্যান্সার রোগের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন হবার আহ্বান জানাচ্ছে এসব প্রতিষ্ঠান।

 

আপনার মন্তব্য

আলোচিত