ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১১:৩৪

ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা শুরু

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘দ্য বব্স- বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ এর দ্বাদশ আসর শুরু হয়েছে৷

দ্য বব্স-এর চলতি আসরের জন্য আগামী ৩ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে বলে ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন প্রকল্পকে মনোনয়ন করতে পারবেন www.thebobs.com/bengali ঠিকানায়৷ বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেওয়া যাবে৷

চলতি বছর চারটি ক্যাটাগরিতে ‘জুরি পুরস্কার’ দেওয়া হবে৷ এগুলো হচ্ছে ‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন’, ‘টেকফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি’, ‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং ‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা’।

দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টক গ্যার্ডা ময়ার বলেন, “ভাষা এবং সংস্কৃতির বাধা ডিঙিয়ে আমরা সেই সব সৃজনশীল ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যারা বাকস্বাধীনতা রক্ষায় এবং উন্মুক্ত সমাজ গড়ায় কাজ করছেন।”

দ্য বব্স বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে এক সংবাদ সম্মেলনে৷

‘জুরি’ ও বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১৪ জুন জার্মানির বন শহরে একটি আন্তর্জাতিক সম্মেলনে৷

চলতি বছর দ্য বব্স-এ বাংলা ভাষার বিচারক হিসেবে থাকছেন মুক্তমনা ব্লগের মডারেটর বন্যা আহমেদ৷

আপনার মন্তব্য

আলোচিত