Sylhet Today 24 PRINT

মমতা’র কাছে ৫ আসনের আবদার জামায়াতের

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস'র সঙ্গে আসন সমঝোতা করতে চান জামায়াতে উলেমায় হিন্দ প্রধান সিদ্দিকুল্লা চৌধুরী।

গতকাল বুধবার নবান্নের অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের খবরে জানা যায়, প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে পাঁচটি আসনে তৃণমূল'র সমর্থন চেয়েছেন চরমপন্থী ইসলামী দলের নেতা সিদ্দিকুল্লা। এসময় বৈঠকে ছিলেন মমতা'র নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিমও। আর সিদ্দিকুল্লা চৌধুরীকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্র আরো জানায়, বৈঠকে সিদ্দিকুল্লা গত সাড়ে চার বছরে তৃণমূল কংগ্রেস'র নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্যে করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে খুশি প্রকাশ করে জানান যে, বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই সমর্থন করছেন তারা।

অবশ্য বৈঠকের পর দুপক্ষের কেউই মিডিয়ার সামনে মুখ খোলেননি।

উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও সিদ্দিকুল্লার ডাকে বেশ কয়েকটি সভায় হাজির ছিলেন মমতা। আর 'সংখ্যালঘুর নামে মুসলিম তোষণের জন্যে' বরাবরই দেশটিতে সমালোচিত মমতা ও তার দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.