Sylhet Today 24 PRINT

জার্মানিতে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১৯০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

জার্মানির কোলনে ঐতিহ্যবাহী কার্নিভালের প্রথম রাতে রাস্তায় উৎসব চলাকালে ভিড়ের মধ্যে যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ বৃহস্পতিবার রাতে করা ২২টি অভিযোগের ভিত্তিতে ১৯০ জনকে আটক করেছে। পুলিশের ভাষায় তারা সাধারণ জনগণেরই একটি অংশ। খবর দ্যা টেলিগ্রাফের।

বর্ষবরণ উৎসবে কোলন শহরে ভিড়ের মধ্যে যৌন নিপীড়ন ও চুরির কয়েশ ঘটনা ঘটার পর কার্নিভাল ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নগর কর্তৃপক্ষ।

সাধারণত সপ্তাহব্যাপী এ কার্নিভালে অংশ নিতে প্রায় ১৫ লাখ পর্যটক কোলনে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আড়াই হাজার পুলিশ নগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।

এছাড়া শরীরে ক্যামেরাসহ (বডি ক্যামেরা) বিশেষ পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে ঘটনার ঘটার সময় দায়ী ব্যক্তিদের চেহারা ভিডিওতে ধরা পড়ে।

নববর্ষের প্রথম রাতে গণহারে যৌন নির্যাতনের ঘটনা ঘটায় জার্মানি জুড়ে তোলপাড় শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও পুলিশের প্রাথমিক তদন্তে এর জন্য মূলত অভিবাসীদের দায়ী করা হয়।

অভিবাসীদের প্রতি উদার নীতি গ্রহণ করায় জার্মান সরকারকেও চাপে মুখে পড়তে হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.