Sylhet Today 24 PRINT

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে নিহত অন্তত ৩১

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন এবং আরও ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসককে করুর পাঠানো হচ্ছে।

দ্য হিন্দু বলছে, আজকের জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। এতে বহু মানুষ যোগ দেন। এসময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালার বলেন, 'নিহতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং ৩ জন শিশু। আরও মরদেহ আসছে। আহতদেরও অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।'

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেন, 'তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশে সংগঠিত ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। এ ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে আছি। এই কঠিন সময়ে তাদের শক্ত হতে বলছি। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.