Sylhet Today 24 PRINT

‘অনৈতিক কার্যকলাপ ঠেকাতে’ আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা তালেবান সরকারের

সিলেটটুটে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে ‘অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকেই একাধিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং টেলিফোন সেবাও প্রভাবিত হয়। এতে দেশটিতে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ সৃষ্টি হয়।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদেশে থাকা আফগানরা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তারা আফগানিস্তানে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

দিল্লিতে বসবাসরত ৩০ বছর বয়সী মোহাম্মদ হাদি বলেন, ‘গতকাল থেকে একজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা নিশ্চিত হতে পারছি না পরিবার নিরাপদে আছে কি না।’

তিনি আরও বলেন, ‘সবকিছুই ভেঙে পড়েছে। আগে অন্তত ফোনে কথা বলা যেত। এখন সেটাও সম্ভব নয়।’

কাবুলভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইন্টারনেট বন্ধ হয়ে তাদের সংবাদ কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও সংবাদ সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, তারা কাবুলে নিজ নিজ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

তবে, তালেবান সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

এটি ২০২১ সালে তালেবানের ক্ষমতা পুনরায় দখলের পর সবচেয়ে বড় ও সুসংগঠিত টেলিকম শাটডাউন বলে মনে করা হচ্ছে। ১৯৯০-এর দশকে তালেবান টেলিভিশন, স্যাটেলাইট ও গণমাধ্যম নিষিদ্ধ করেছিল — এবার সেই দিকেই কি ফিরে যাচ্ছে দেশটি?

সূত্র: সিএনএন নিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.