সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১০:৩৭

সুশীল কৈরালা মারা গেছেন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস দলের সভাপতি সুশীল কৈরালা (৭৯) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কাঠমান্ডুর শহরতলীর মহারাজগঞ্জে নিজের বাড়িতে তার মৃত্যু হয় বলে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মানসিংহ জানান।    

তিনি বলেন, কাঠমান্ডুতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুশীলের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় এর আগে যুক্তরাষ্ট্রে তার সফল অস্ত্রোপচারও হয়েছিল। কিন্ত এর পর থেকে তাকে ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগতে হচ্ছিল।

দীর্ঘ রাজনৈতিক সঙ্কটের এক পর্যায়ে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গৃহযুদ্ধে বিধ্বস্ত নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীল কৈরালা।

গতবছর সেপ্টেম্বরে নেপালের নতুন সংবিধান প্রণয়নে মধ্যপন্থী এই কংগ্রেস নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গতবছর এপ্রিলে প্রলয়ঙ্করী ভূমিকম্পের পরের পরিস্থিতিও তাকে সামাল দিতে হয়েছে।

অকৃতদার এই রাজনীবিদ তার সাধারণ জীবন যাপনের জন্য সুপরিচিত ছিলেন।

নেপালের রাজনীতিতে প্রভাবশালী কৈরালা পরিবারে ১৯৩৯ সালের ১২ অগাস্ট সুশীলের জন্ম। তার চাচাতো ভাইদের মধ্যে মাতৃকা প্রসাদ কৈরালা, গিরিজা প্রসাদ কৈরালা ও বিশ্বেশ্বর প্রসাদ কৈরালাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৭৩ সালে বিমান ছিনতাইয়ের এক ঘটনায় তিন বছর কারাগারেও থাকতে হয়েছিল তাকে।

আপনার মন্তব্য

আলোচিত