Sylhet Today 24 PRINT

আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসার নিয়ম, কিছু রোগের কারণেও বাতিল হতে পারে ভিসা

অনলাইন ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৫

আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রার্থীদের ভিসার নিয়ম। এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলেও বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসাপ্রার্থীদের ভিসা। নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নতুন এক নির্দেশনায় এ কথাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেখানে বলা হয়েছে, যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলারের ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাদেরকে যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে।

এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক রোগ'সহ নানা অসুস্থতা। নির্দেশনাটি সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও, ভিজিট ও স্টুডেন্ট ভিসায় তুলনামূলকভাবে কম থাকবে এর প্রভাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.