Sylhet Today 24 PRINT

বিবিসির সংবাদে পক্ষপাত: মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেসের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস।

রবিবার (৯ নভেম্বর) তারা পদত্যাগ করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসিকে ‘শতভাগ ভুয়া’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’ বলে ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের মন্তব্যের একদিন পরই পদত্যাগের ঘোষণা এল।

বিবিসি প্যানোরামার একটি তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ফাঁস হওয়া এক নথিতে দেখা যায়, ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একসঙ্গে জুড়ে দেয় বিবিসি। যেখানে সমর্থকদের ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলেছিলেন ট্রাম্প।

তবে যে অংশে ট্রাম্প শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলেছিলেন তা বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্পও।

এই ইস্যুতে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন টিম ডেভি। তার সঙ্গে পদত্যাগ করেছেন বার্তাপ্রধান ডেবোরাহ টারনেসও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.