Sylhet Today 24 PRINT

ডুবতে থাকা শরণার্থীকে হেলিকপ্টারে করে নাটকীয় উদ্ধার (ভিডিও)

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

নৌকার গলুই আঁকড়ে সাগরে ডুবতে থাকা সংগ্রামরত এক শরণার্থীকে হেলিকপ্টারে করে নাটকীয় কায়দায় উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। পরে তারা ঘটনার একটি ভিডিও প্রকাশ করে।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) এজিয়ান সাগরের উপর দিয়ে নিয়মিত টহলের সময় ডুবন্ত ওই নৌকাটি দেখতে পায় কোস্ট গার্ডের হেলিকপ্টার। এরপর এক উদ্ধারকর্মী হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে সাগরে নেমে দুর্ঘটনায় পড়া নৌকার গলুই আঁকড়ে ভাসতে থাকা একমাত্র আরোহীকে উদ্ধার করেন।     

কোস্ট গার্ড বলছে, ওই নৌকায় চড়ে মোট ৩৪ জন গ্রিসে পৌঁছানোর চেষ্টায় ছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ছয়জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের প্রথম ছয় সপ্তাহেই ৭৬ হাজার মানুষ সাড়র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে।  

এখন প্রতিদিন গড়ে দুই হাজার শরণার্থী এভাবে ইউরোপে যাচ্ছেন, যে সংখ্যা এক বছর আগের প্রায় দশ গুণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.