Sylhet Today 24 PRINT

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

সিরিয়ার হোমস ও দামেস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১৪০ জনে দাঁড়িয়েছে।

দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

দামেস্কের দক্ষিণাঞ্চলীয় সাইদা জয়নাব শহরতলীতে অন্ততপক্ষে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ৮৩ জন নিহত হন।

এরআগে হোমসে দুটি গাড়িবোমা হামলায় ৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

হোমসের কেন্দ্রস্থলের জাহরা এলাকায় রোববারের এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার দায় স্বীকার করেছে।

টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তুপের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে।

হোমসে দুটি গাড়িবোমা বিস্ফোরণের পর এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সিরিয়ার শিয়া মুসলিমদের কাছে পবিত্র মহানবীর নাতনীর মাজারের কাছে বিস্ফোরণগুলো ঘটানো হয়।

ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত আমাক সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গাড়িবোমা বিস্ফোরণের পর গায়ে থাকা বিস্ফোরক বোঝাই বেল্টেরও বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা।

যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রুশ বিমান হামলায়র সহায়তায় আলেপ্পোর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাওয়া সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গেল ২৪ ঘণ্টায় আইএসের অন্ততপক্ষে ৫০ জন জঙ্গি নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.