Sylhet Today 24 PRINT

চারবছরের শিশুর যাবজ্জীবন!

নিউজ ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

গেল সপ্তাহে হত্যার অভিযোগে চারবছরের একটি শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মিশরের একটি আদালত। খবর বিবিসির।

দুই বছর আগে একটি দাঙ্গায় সম্পৃক্ততার জন্য চারবছর বয়সী আহমেদ মনসুর কুরানি আলীসহ মোট ১১৫জনকে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত।

শিশুটির পরিবারের নিয়োগ করা আইনজীবীর উপস্থাপন করা প্রমাণে দেখা যায়, ঐ দাঙ্গার সময় শিশুটির বয়স ছিল এক বছরের কিছু বেশি।

এই ঘটনায় মিশরের বিচার ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এখন কর্তৃপক্ষ বলছে, ঐ শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিষয়টি আসলে ভুলক্রমে হয়েছে।

একই নামের ১৬ বছর বয়সী আরেকজনের দণ্ড এই শিশুটিকে ভুলে জানানো হয়েছিল।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন আদালতের কার্যক্রমে ত্রুটির কারণে এমনটি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.