Sylhet Today 24 PRINT

২১ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ নেপালে

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

২১ আরোহী নিয়ে নেপালে তারা এয়ারলাইন্সের ছোট আকৃতির একটি যাত্রীবাহী প্লেন নিখোঁজ হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে উড্ডয়নের কিছু পরই প্লেনটি নিখোঁজ হয়।

তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার বলেছেন, প্লেনটির ১৮ মিনিটের পথ পাড়ি দিয়ে পোখারা থেকে উত্তরে জমসম যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পর পার্বত্য এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির।

যোগেন্দ্র আরও জানান, পোখারা ও জমসমের মধ্যবর্তী এই ১৮ মিনিটের রুটে আর কোনো ল্যান্ডিং স্ট্রিপ নেই।

তিনি আরও বলেন, প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধারকারী কয়েকটি হেলিকপ্টার পোখারা থেকে জমসমের রুটে অনুসন্ধান চালাচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এ তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

উল্লেখ্য, পর্বত ট্র্যাকাররা নেপালে জমসম থেকেই তাদের অভিযান শুরু করে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.