Sylhet Today 24 PRINT

আইএসের ফাঁস হওয়া নথিতে প্যারিস হামলাকারীদের নাম

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ মার্চ, ২০১৬

উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর ফাঁস হওয়া নথিতে তিন প্যারিস হামলাকারীর নাম উঠে এসেছে বলে  জার্মানির গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বাতাক্লন থিয়েটারে ইগলস অফ দ্য ডেথের একটি কনসার্ট চলাকালে হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে জড়িত সামি আমিমুর, ফাউয়েদ মোহাম্মেদ - আজ্জাদ এবং ওমার ইসমাইল মোস্তেফাইয়ের নাম রয়েছে আইএসের ফাঁস হওয়া নথিতে। ওই হামলায় ৯০ জন প্রাণ হারায়।

৪০টি দেশের প্রায় ২২ হাজার সদস্যের পরিচয় সম্বলিত ওই নথি জার্মানি ও ব্রিটেনের বেশ কিছু গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে ওই সদস্যদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য উঠে এসেছে।

ওই নথিগুলো সঠিক কীনা তা যাচাই বাছাই করছেন বিশ্লেষকরা।  বিশ্লেষকরা বলছেন, ওই তিন হামলাকারী ২০১৩-২০১৪ সালের দিকে আইএসে যোগ দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.