Sylhet Today 24 PRINT

পারভেজ মোশাররফের পাকিস্তান ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৬

 বিদেশ ভ্রমণের ব্যাপারে পাকিস্তানের সর্বোচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরদিনই দুবাই গেলেন দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।

চিকিৎসার জন্য তিনি সেখানে গেছেন বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

মোশাররফের আইনজীবীরা জানিয়েছেন, তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এ রোগের চিকিৎসা পাকিস্তানে নেই। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি দুবাই গেছেন।

দেশ ত্যাগের প্রাক্কালে মোশাররফ সাংবাদিকদের জানান, দেশে ফিরে নিজেকে নির্দোষ প্রমাণে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, সেগুলোয় তিনি আইনি লড়াই চালাবেন।

তিনি বলেন, আমি একজন কমান্ডো এবং আমি আমার দেশকে ভালোবাসি। আমি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই ফিরে আসবো।

তার বিরুদ্ধে ২০০৭ সালে গণতন্ত্রকে রহিত করে জরুরি অবস্থা জারি ও একই বছর সাবেক প্রধানমন্ত্রী বেনজরি ভুট্টোর হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এছাড়া আরো বেশ কয়েকটি মামলা রয়েছে মোশাররফের বিরুদ্ধে।

নির্বাচনে অংশ নিতে স্ব-নির্বাসন থেকে ২০১৩ সালে পারভেজ মোশাররফ পাকিস্তান প্রত্যাবর্তন করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতিসহ নানা অভিযোগ ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.