Sylhet Today 24 PRINT

আইএস ধ্বংসের ডাক ওবামার

ওয়েব ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৬

ইরাক ও সিরিয়ার বৃহৎ অংশ দখল করে নেওয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ধাওয়া ও চূড়ান্তভাবে ধ্বংসের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার (২৩ মার্চ) কিউবায় ঐতিহাসিক সফর শেষে আর্জেন্টিনা সফরে এসে এক সংবাদ সম্মেলনে ব্রাসেলস হামলা প্রসঙ্গে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় তিনি সন্ত্রাসবাদ ও হুমকিকে পরাজিত করার প্রতিশ্রুতির কথা জানান। 

তিনি বলেন, ইরাক ও সিরিয়া থেকে আইএস উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে এবং চূড়ান্তভাবে আইএসকে ধ্বংস করা হবে।

ওবামা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে পারব।

এর আগে তিন দিনের ঐতিহাসিক কিউবা সফর শেষে আর্জেন্টিনায় পৌছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদিকে, ব্রাসেল হামলার ঘটনায় ইউরোপে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানে ‍থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এ সতর্কতা জারি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.