Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী বসনীয় সার্বদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০২ মার্চ, ২০১৫

যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেড়শ’ বসনীয় সার্ব অভিবাসীকে বহিষ্কার করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন অভিবাসন বিভাগের সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যম জানায়, ১৯৯২-৯৫ সালের বলকান যুদ্ধে সংশ্লিষ্ট থাকতে পারে এমন দেড়শ’ বসনীয় সার্ব অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর কথা চিন্তা করছে মার্কিন কর্তৃপক্ষ। গত শতাব্দীর শেষ দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অন্তত ৩০০ বসনীয় সার্বের ওই যুদ্ধে সংশ্লিষ্ট থাকার সন্দেহ করছে দেশটির গোয়েন্দা কর্তৃপক্ষ। এর মাঝে অন্তত অর্ধেকেরই সেব্রেনিৎসা হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন তারা। ওই হত্যাকাণ্ডে অন্তত ৮ হাজার বসনীয় মুসলিম সার্ব নিহত হন।

১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বসনিয়ার ১ লাখ ২০ হাজারের বেশি অধিবাসী মার্কিন ভিসার জন্য আবেদন করে।

২০০৮ সালে মার্কিন অভিবাসন সংস্থা ‘যুদ্ধাপরাধ’ বিষয়ক একটি বিভাগ চালু করে, যা পরে সাবেক যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের বিষয়ে তদন্ত শুরু করে। এই সংস্থা বলকান যুদ্ধের ওপরই সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।

সাড়ে তিন বছরের বলকান যুদ্ধে ১ লাখের বেশি মানুষ নিহত এবং ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.