Sylhet Today 24 PRINT

\'আমাকে কেউ সুইটি বা হানি বললে গা জ্বালা করে\'

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৬

সুইটি, হানি, বেব। আরও কত কী...। সঙ্গিনীর প্রতি বহু পুরুষের আদরের ডাক। বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তালিকায় থাকা এই নারী কিন্তু পুরুষের ওই সব আদরের ডাকগুলো তীব্র ঘৃণা করেন। তিনি পেপসি কো-র সিইও ইন্দ্রা নুয়ি।

ইন্দ্রার সাফ কথা, 'মেয়েদের সুইটি, হানি বলে ডাকাকে আমি ঘৃণা করি। পুরুষরা মহিলাদের তাদের নামে ডাকুন, ওই সব নামে ডাকা উচিত নয়।'

সম্প্রতি নিউ ইয়র্কে ‘‌উইমেন ইন দ্য ওয়ার্ল্ড সামিটে' তিনি এ কথা বলেন।

নারী ও পুরুষের সমান অধিকারের পক্ষে সওয়াল করে ইন্দ্রা নুয়ি বলেন, 'আমাদের সকলের প্রতি সমান হতে হবে। আমি সুইটি বা হানি বলে ডাকা একেবারেই ঘৃণা করি। এখনও আমাকে ওই সব নামে ডাকা হয়। গা জ্বালা করে। এসব বন্ধ হওয়া উচিত। আমাদের, নারীদের একজন সম্মানীয় ব্যক্তি হিসেবেই ট্রিট করা উচিত, সুইটি, হানি বা বেব বলে নয়। এর পরিবর্তন দরকার।'

বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালী নারীর তালিকায় থাকা ইন্দ্রা নুয়ির কথায়, 'বহু বছর ধরে ছেলেদের ক্লাবে প্রবেশের জন্য মেয়েরা লড়াই চালিয়ে যাচ্ছে। সমান পারিশ্রমিকের লড়াই। নারীরা কেন কাজের জায়গায় নিজেদের মধ্যে লড়াই করবে, বরং তাদের একজোট হয়ে কাঁধেকাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করা উচিত। সমাজকর্মী ও বিশেষজ্ঞদের এই বিষয়টি দেখা উচিত।'

তিনি বলেন, 'দেখা যায়  কর্মক্ষেত্রে কোনও সাহায্যের প্রয়োজন হলে, নারী সহকর্মীর চেয়ে তাঁরা পুরুষদেরই বেশি মুখাপেক্ষী হন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.