Sylhet Today 24 PRINT

বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন নির্মাণের ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

আকাশচুম্বী উঁচু উঁচু ভবনের জন্যে বিখ্যাত শহর দুবাই। বিশ্বের সবচে উঁচু ভবনগুলোও গড়ে উঠেছে এই শহরে।

তারপরেও থেমে যায় নি দুবাই। ঘোষণা করা হয়েছে এই শহরে আরো উঁচু উঁচু টাওয়ার নির্মাণের।

এই পরিকল্পনার পেছনে আছে যে কোম্পানি তার নাম এমার প্রোপার্টিজ।

তারা বলছে, নতুন টাওয়ারটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু।

বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।

বলা হচ্ছে, নতুন এই ভবনটিতে থাকবে ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

এই প্রকল্পটির পেছনে খরচ হবে প্রায় একশো কোটি ডলার। ২০২০ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিরা এই ভবনের নকশা করেছেন। কিন্তু সৌদি আরব দাবী করছে যে তারাই বিশ্বের সবচে উঁচু ভবনটি নির্মাণ করতে যাচ্ছে।

ওই ভবনটির উচ্চতা হবে এক কিলোমিটার। আর এটি নির্মিত হচ্ছে জেদ্দা শহরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.