Sylhet Today 24 PRINT

বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

বিশ্বের বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় জন কেরি বলেন, প্রেসিডেন্ট ওবামা (বারাক ওবামা) এবং আমেরিকার জনগণের পক্ষ থেকে বিশ্বের সর্বত্র বসবাসরত বাঙালিদের একটি সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ, ভারত এবং বিশ্বের সব জায়গায় যারা এই নতুন বছরকে স্বাগত জানাতে আজ সমবেত হয়েছেন, তাদের সঙ্গে আমরাও এই উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছি।      

বার্তায় কেরি উল্লেখ করেন, পহেলা বৈশাখ নতুনভাবে শুরু করার ও পুনর্মিলনের সময়। এ দিনটি পরিবার-পরিজনদের নিয়ে ঐতিহ্য ও সংস্কৃতি পালনের দিন ও বিগত বছরটি স্মরণ কর‍ার। একইসঙ্গে আগামী বছরকে স্বাগত জানানোরও সময় এদিন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, আমেরিকানরা এ দিনটিতে সেসব শত-সহস্র বাঙালি-আমেরিকানদের কাজের স্বীকৃতি জানানোর সুযোগ পান, যারা বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন এবং ওষুধ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।    

কেরি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা এই নতুন বছরটি যেন আরও আশা এবং ইতিবাচকতা নিয়ে শুরু করতে পারি। শুভ নববর্ষ!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.