Sylhet Today 24 PRINT

জাপানে ভূমিকম্পে নিহত নয়জন, আহত দুই শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৬

দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে এক শক্তিশালী ভূমিকম্পে নয়জন মারা গেছে। বিবিসি'র এক প্রিতেবদেন বলা হয় এ দুর্যোগে আহত হয়েছেন আড়াইশো’র বেশি মানুষ।

দুর্গত এলাকায় সরকারী বিভিন্ন বাহিনী অবিরত উদ্ধারকাজ চালাচ্ছে।

রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ভেঙ্গে পরা ভবনগুলোর নিচে আটকা পরেছেন বহু মানুষ।

স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় প্রথম এবং অল্প সময়ের ব্যবধানে ৫.৭ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে সেখানে।

japan_qk1

বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৬ হাজার বাড়িঘর এবং ৩৮ হাজার ঘরবাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয় সেখানে।

তবে কিউশু দ্বীপের দুইটি পরমাণু চুল্লি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

জাপানে প্রধানমন্ত্রী শিনঝো আবে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়ে রাতেই নিজের কার্যালয়ে ফেরেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের এরইমধ্যে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে রেড ক্রস।

japan

তবে কিউশু দ্বীপের দুইটি পরমাণু চুল্লি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে

এদিকে, এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৬ হাজার বাড়িঘর এবং ৩৮ হাজার ঘরবাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিচ্ছিন্ন রয়েছে পানি সরবরাহ ব্যবস্থাও।

কোনো কোনো রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.