Sylhet Today 24 PRINT

জাপানে এবার ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৬

জাপানে একদিনের ব্যবধানে আবারও  শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.১ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে সুনামি সর্তকতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কুমামাতো ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৭ কিলোমিটার।

এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সর্তকর্তা জারি করা হয়েছে। এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


এর আগে বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে ছয়টি পৃথক ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৪। ওই ভূমিকম্পে শেষ খবর পর্যন্ত ৯ জনের প্রাণহানি ও অন্তত সাতশ’ মানুষ আহত হন। বিধ্বস্ত হয় অনেক বাড়িঘর। এতে চাপা পড়েন অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.