Sylhet Today 24 PRINT

আইএস সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ মে, ২০১৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সন্দেহে সিঙ্গাপুর আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটকের বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছে, ৮ বাংলাদেশি নাগরিককে তাদের দেশের পুলিশ আটক করেছে।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার সিঙ্গাপুরের আন্তঃনিরাপত্তা আইনে (আইএসএ) তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আটকরা গোপনে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কার্যক্রম পরিচালনা করছিলেন। দেশে ফিরে তারা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.