Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসিতে পাকিস্তান ‘মর্মাহত’

অনলাইন প্রতিবেদক |  ১১ মে, ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে  শীর্ষ যুদ্ধাপরাধী, আলবদর কমান্ডার ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে বিবৃতি দিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মতিউর রহমান নিজামীর ফাঁসিতে পাকিস্তান ‘গভীরভাবে মর্মাহত’ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করে বলা হয়,  ‘ত্রুটিপূর্ণ’ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী দলের নেতাদের হত্যা করার মাধ্যমে তাদের দমন করা গণতন্ত্রের মূল্যবোধ বিরুদ্ধ। এই ফাঁসি বাংলাদেশের জনগণের জন্যও দুর্ভাগ্যজনক যারা নিজামীকে সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলো।

বিচারকার্য শুরু হওয়ার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার সংস্থা আদালতের কর্মপ্রক্রিয়া নিয়ে আপত্তি উত্থাপন করেছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতির শেষে নিজামীর পরিবারের সদস্য ও তার অনুসারীদের প্রতি সমবেদনা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.