Sylhet Today 24 PRINT

ড্রেনে পড়লেন এমপি

অনলাইন ডেস্ক |  ১৬ মে, ২০১৬

ভারতের গুজরাটে কথা বলতে বলতে একটি ড্রেনে পড়ে আহত হয়েছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির এক এমপি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দ্য হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, জামনগরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি পুনমবেন হেমাতভাই মাদাম সোমবার একটি বস্তি এলাকায় পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনাবশত আট ফুট গভীর ড্রেনে পড়ে যান।

ড্রেনের ওপরকার কংক্রিট ঢাকনার ওপর দাঁড়িয়ে কথা বলার সময় এটি ভেঙে নিচে পড়ে যান পুনমবেন। এতে তিনি মাথা, কাঁধ ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার চিকিৎসক এস মাহেশ্বরী বলেন, “পুনমবেনের মাথায় চার ইঞ্চি গভীর ক্ষত হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থীতিশীল। তিনি সজাগ রয়েছেন। দুঃশ্চিন্তার কিছু নেই। আশা করি আগামীকাল সকালেই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।”

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হলুদ রঙয়ের পোশাক পরা পুনমবেন চিৎ হয়ে ড্রেনে পড়ে আছেন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে টেনে তোলে।

হিন্দুস্তান টাইমস জানায়, জামনগর পৌরসভার জালারাম বস্তি উচ্ছেদের সময় স্থানীয় বাসিন্দারা পৌর কর্মচারীদের বাধা দিলে সঙ্কট সমাধানে সেখানে যান পুনমবেন। এরপরই ওই দুর্ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.