Sylhet Today 24 PRINT

পশ্চিমবঙ্গে বিপুল ব্যবধানে এগিয়ে আছে তৃণমুল

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ মে, ২০১৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমুল কংগ্রেস।

বামফ্রন্ট ও কংগ্রেস জোট করেও অর্ধেকের বেশি আসনে পিছিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে। ফলে মমতার ক্ষমতায় বহাল থাকার ঘোষণা কেবল আনুষ্ঠানিকতার ব্যাপার।

আরও পড়ুন - জোটে জোশ নেই, পশ্চিমবঙ্গে ফের মমতাই!

বৃহস্পতিবার (১৯ মে) ফল ঘোষণার সময় দুপুর  ১২টা পর্যন্ত দেখা  যায় ২১১টি আসনে এগিয়ে আছে তৃনমূল কংগ্রেস। বামফ্রন্ট এগিয়ে আছে ৩০টিতে, কংগ্রেস ৪২ টি আসনে এগিয়ে আছে।  তাদের জোট মিললে ৭২টি আসনে এগিয়ে আছে তারা। এছাড়া বিজেপি ৬টি আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.