Sylhet Today 24 PRINT

জঙ্গলে ফেলে আসার অপরাধ ক্ষমা করে দিলো সেই জাপানি শিশু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

শাস্তিস্বরূপ জাপানের হোক্কাইডো দ্বীপে মা-বাবার ফেলে আসা জাপানের সাত বছরের শিশু ইয়ামাতো তানুকা নিজের বাবাকে ‘ভালো বাবা’ আখ্যায়িত করে জঙ্গলে ফেলে আসায় তাকে ক্ষমা করে দিয়েছে।

জাপানি গণমাধ্যম টিবিএস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ামাতো তানুকার বাবা তাকায়ুকি তানুকা বলেন, ‘আমি ওকে বললাম, বাবা তোমাকে একটা কঠিন সময়ে সেখানে ফেলে এসেছিল। আমি দুঃখিত। এরপর আমার ছেলে আমাকে বলল, তুমি একটা ভালো বাবা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম।’

ইয়ামাতো তার বাবাকে আরো বলে, ‘আমি ভুল করেছি। কারণ আমি আমার বাবার কথা শুনিনি।’ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ইয়ামাতো।

এর আগে গত ২১ মে সাত বছরের বালক ইয়ামাতো তানুকাকে রাগ করে হোক্কাইডোর এক জঙ্গলে ফেলে আসে তারা মা-বাবা। পরিবারের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল ইয়ামাতো তানুকা। হঠাৎ তার ওপর রেগে গিয়েছিলেন তার মা-বাবা। ছেলেকে শাস্তি দিতে তারা তানুকাকে গাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ছয়দিন পরে ৩ জুন ইয়ামাতোকে খুঁজে পায় জাপানের উদ্ধারকারীরা। তখন ওই ঘটনার জন্য উদ্ধারকারী এবং নিজ সন্তানের কাছে ক্ষমা চেয়েছিলেন তানুকার বাবা তাকায়ুকি তানুকা। তিনি বলেন, ‘আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। আমার অতিরিক্ত রাগের কারণে আমার সন্তানকে একটি বিপজ্জনক সময় পাড় করতে হয়েছে।’

যে এলাকায় তানুকা হারিয়েছেল সেটি হিংস্র বাদামি ভালুকদের আবাস। তাকে খুঁজে বের করতে গত এক সপ্তাহ ধরে জঙ্গলে অভিযান চালিয়ে আসছিল জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সেস (এসডিএফ)। জঙ্গলে একটি ভবন আছে তাদের। তানুকাকে না পেয়ে আশা হারিয়ে ফেলেছিল এসডিএফ সদস্যরা।

তবে স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) সকাল আটটায় যেখান থেকে তানুকা হারিয়েছিল সেখান থেকে চার কিলোমিটার দূরে এসডিএফ ভবনের ভেতর একটি ম্যাট্রেসে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় তানুকাকে। বাহিনীটির এক সদস্য বলেন, ‘আমাদের এক সৈনিক শারীরিক কসরতের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দরজা খুলে সে ভবনের নিচে তাকে দেখতে পায়।’

তিনি আরো বলেন, ‘ওকে যখন জিজ্ঞেস করা হয়, তুমি ইয়ামাতো তানুকা? বালকটি উত্তর দেয়- জি। এরপর সে বলে সে ক্ষুধার্ত। আমাদের ওই সৈনিক তাকে পানি, রুটি এবং ভাত খেতে দেয়।’

তানুকা জানায়, আশ্রয় খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সে সারা পহাড়জুড়ে হেঁটে বেরিয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেয়া হয়। শারীরিকভাবে সুস্থই আছে তানুকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.