Sylhet Today 24 PRINT

পাখি বাঁচাতে জঙ্গল বাড়াচ্ছে যে দেশ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

পাখি বাঁচাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কোস্টারিকায়। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জঙ্গলগুলোর মাঝে সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি সহজ নয়। কেননা, অনেক ব্যক্তিমালিকানাধীন জমিও ব্যবহারের প্রয়োজন পড়বে।

মন্টেভ্যার্ডের ক্লাউড ফরেস্ট রিজার্ভের সবচেয়ে উঁচু পয়েন্টে একটি পৌরাণিক পাখির দেখা মেলে। এক সময় সাড়া জাগানো এই পাখি এখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। সর্বশেষ শীতকালটা তাদের কাছে অনেক গরম ছিল। তাই তাদের পক্ষে অন্য কোথাও ঘর বাঁধা সম্ভব হয়নি।

জাতীয় উদ্যান মন্টেভ্যার্ডের রিকার্ডো গুইনডন বলেন, ‘‘প্রায় ১ হাজার ৫৫০ মিটার উঁচুতে পর্বতমালার চূড়ার কাছাকাছি গেলে পাখিটিকে দেখা যায়। আর এটাই উদ্বেগের কারণ। তাপমাত্রা যদি বাড়তেই থাকে, আর তা যদি ফলের উৎসের ক্ষতি করে, তাহলে এই পাখিদের যাওয়ার আর কোনও জায়গা থাকবে না। ফলে তাদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকবে।''

রিকার্ডো গুইনডন এই পার্কেই বড় হয়েছেন। তিনি এই বনে বসবাসরত ৪০০ প্রজাতির পাখির সবগুলোর, এমনকি যারা বছরের বিভিন্ন সময় দেখা দেয় তাদের কথাও জানেন। তিনি বলেন, ‘‘থ্রি ওয়েটলেড বেলবার্ডরাও উঁচুর দিকে সরে যাচ্ছে, এই পর্বতমালায় তারা বাসা বাঁধে। এরপর তারা ক্যারিবীয় নিচু ভূমিতে চলে যায়। তারপর তারা গাল্ফ অফ নিকোয়া সংশ্লিষ্ট প্যাসিফিকের নীচুভূমির দিকে আসে এবং সবশেষে আবার মন্টেভ্যার্ডে এলাকার বাসায় ফিরে আসে। এ কারণেই এটা বেলবার্ডের বায়োলজিক্যাল করিডোরের প্রতীক।''

থ্রি ওয়েটলেড বেলবার্ডরা অনেক এলাকা জুড়ে ঘুরে বেড়ায়। তাদের যাত্রাপথে গাছের প্রয়োজন হয়, যেখানে তারা বিশ্রাম নিতে পারে। পাহাড়ের উপরে কোনো সমস্যা নেই। কিন্তু নীচের দিকে টেকা সহজ নয়।

কোস্টারিকা সরকার অনেক স্থানীয় বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে কাজ করছে। বায়োকরিডরের ব্যাখ্যা দিলেন তাদেরই একজন, নাম শার্লি মোরিলো। তিনি বলেন, ‘‘সব মলিয়ে আমরা ১৬ হাজার হেক্টর জঙ্গল সংযুক্ত করতে চাচ্ছি। এ জন্য জমির মালিকদের সঙ্গে কাজ করছি।''

উল্লেখ্য, কোস্টারিকার এক চতুর্থাংশ জমি কোনো-না-কোনোভাবে সংরক্ষণ করা হচ্ছে। তবে সেগুলো বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করা রয়েছে। করিডরের মাধ্যমে সেগুলোকে এখন সংযুক্ত করা হবে। এ জন্য অনেক জমির মালিককে তাদের জমির অংশবিশেষ ছেড়ে দিতে হতে পারে, এখানে সেখানে গাছ লাগাতে হতে পারে। সূত্র: ডয়চে ভেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.