Sylhet Today 24 PRINT

‘প্যাসিফিক রিং অব ফায়ার’ জোন ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০৮ জুন, ২০১৬

ইন্দোনেশিয়ায় উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে প্রায় ১৮টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার এই ভূমিকম্প হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মালুকুর উত্তরাঞ্চলীয় তারনাতে শহর থেকে ১২৪ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের ৫৮ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫ বলে নির্ধারণ করে।

আবহাওয়া সংস্থার কর্মকর্তা ওয়াহু কুরনিয়াওয়ান বলেন, এই ভূমিকম্পের ফলে আমরা কোনো সুনামি সতর্কতা জারি করিনি।

এই ভূমিকম্পের ফলে মালুকু প্রদেশের তারনাতে ও হলমাহেরা এবং উত্তর সুলাওয়েসি প্রদেশের বিটুঙ ও মানাদো শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানিয়েছেন।

তিনি আরো জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সবচে কাছাকাছি জনবসতি বাটাঙ দুয়া সাব ডিস্ট্রিক্ট এলাকার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.