Sylhet Today 24 PRINT

মিশিগানে লরির আঘাতে ৫ সাইকেল আরোহীর মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক দুর্ঘটনায় পাঁচ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মাত্র মিনিট খানেক সময় আগেই লরিটি অস্বাভাবিকভাবে চালানো হচ্ছে বলে দেখা যায়। আর এরপরই লরিটি সাইকেল আরোহীদের আঘাত করে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বিবিসি বলছে, কালামাজো শহরের পুলিশ জানিয়েছে, মাত্র মিনিট খানেক সময় আগেই লরিটি অস্বাভাবিকভাবে চালানো হচ্ছে বলে দেখা যায়। আর এরপরই লরিটি সাইকেল আরোহীদের আঘাত করে।

লরিটির চালক ৫০ বছর বয়সী মিশিগানের অধিবাসী। দুর্ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান। কিন্তু কিছু সময় পরই তাকে কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মার্কুস এবারহার্ড নামের একজন প্রত্যক্ষদর্শী কালামাজোর ‘উড’ চ্যানেলকে বলেন, ট্রাকটি প্রায় তার পা মাড়িয়ে দিয়ে সামনের সাইকেল আরোহীদের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, 'আমি দেখলাম কতগুলো সাইকেল ট্রাকটির সামনে আছড়ে পড়েছে এবং সেগুলোর কয়েকটি ছিটকে গেছে'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.