Sylhet Today 24 PRINT

ভুয়া বোমাতঙ্কে ইজিপ্ট এয়ারের জরুরি অবতরণ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

বোমাতঙ্কে ইজিপ্ট এয়ারের একটি বিমান উজবেকিস্তানে জরুরি অবতরণ করেছে। দুই কর্মকর্তা জানিয়েছেন, বুধবার তাদের কাছে একটি ফোনকল আসে। তাদের জানানো হয় যে বিমানের বোর্ডে বোমা আছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, বিমানটি চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু বোমাতঙ্কে এটি উজবেকিস্তানে অবতরণ করতে বাধ্য হয়।

বিমানটিতে ১শ ১৮ জন যাত্রী ছিল। তবে ওই ফোন কলটি ছিল ভুয়া। অনেক খোঁজার পরেও বিমানের বোর্ডে কোনো বিস্ফোরক পাওয়া যায় নি।

বিমানের এক কর্মকর্তা জানান, এটা একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। ঈশ্বরকে ধন্যবাদ।  

এর আগেও বেশ কয়েকবার এ ধরনের আতঙ্কের কারণে ইজিপ্ট এয়ারের বিমানের জরুরি অবতরণ করানো হয়। সূত্র-এনডিটিভির

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.