Sylhet Today 24 PRINT

রোজায় কোন নিষেধাজ্ঞা নেই : চীন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০৯ জুন, ২০১৬

চীনে মুসলমানদের রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারির খবরের প্রতিবাদ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদমাধ্যমে বলা হয়, চীনে মুসলমানদের রোজা রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেছে।

তবে চীন বলছে, বিশ্বের অন্যান্য দেশের মতো চীনের ধর্মপ্রাণ মুসলমানরাও রোজা রাখছে।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলছে, চাঁদ দেখা সাপেক্ষে গত সোমবার থেকে দেশটিতে শুরু হয়েছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান।

চীনের প্রায় দুই কোটি মুসলমানের বাস। সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে হুই, উইঘুর, কাজাখ, উজবেক, তাজিক ও কিরগিজ উল্লেখযোগ্য।

এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর স্বায়ত্তশাসিত শিনজিয়াংয়ে রয়েছে এক কোটি ৩০ লাখের বেশি মুসলমান। বাকিরা গাংসু, নিংশিয়া, পেইচিংসহ বিভিন্ন অঞ্চল, প্রদেশ ও শহরে বাস করে।

গাংসু প্রদেশের রাজধানী লানঝাও শহরের ঝ্যাং হেং নামের একজন ইমাম বলেন, ‘এখানকার মুসলমানরা অন্যান্য স্বাভাবিক ধর্মকর্মের মতো রোজা রাখছে।’

প্রদেশটির ধর্মীয় সম্পর্কবিষয়ক ব্যুরোর শিয়াও ইউচুন বলেন, এখানে রোজা রাখার স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। এছাড়া রমজান মাসে ইমাম-ওলামাদের সঙ্গে সরকারি কর্মকর্তারা দেখা করতে যান বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.