Sylhet Today 24 PRINT

আফ্রিকায় বিল গেটসের মুরগি পালন কর্মসূচি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

আফ্রিকার সাব সাহারান অঞ্চলের চরম দরিদ্র পরিবারগুলোকে সহায়তায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মুরগি পালন কর্মসূচি হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে বিল গেটস ওই অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে এক লাখ মুরগি বিতরণ করবেন বলে জানিয়েছেন।

মার্কিন এই ধনকুবের বলেছেন, চরম দারিদ্রতা মোকাবেলায় মুরগি পালন ও বিক্রি ফলপ্রসূ হতে পারে। এজন্য তিনি এক লাখ মুরগি দানের অঙ্গীকার করেছেন।

বিল গেটস বলেন, একজন কৃষক পাঁচটি মুরগি পালনের মাধ্যমে এক বছরে এক হাজার মার্কিন ডলার আয় করতে পারেন। সাতশ মার্কিন ডলারের নিচের আয়ের মানুষকে দরিদ্র্য হিসেবে গণ্য করা হয়।

দাতব্য সংস্থা হেইফার ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগে তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন।

জাতিসংঘ বলছে, বিশ্বের ৮০০ মিলিয়ন মানুষ চরম দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী আফ্রিকার সাব সাহারান অঞ্চলের ৪১ শতাংশ মানুষ এখনো দারিদ্রসীমার নিচে। সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.