Sylhet Today 24 PRINT

৪৭২ মেয়ের বিয়ে দিয়ে গর্বিত বাবা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জুন, ২০১৬

গত কয়েক বছর ধরেই তিনি এই কাজ করছেন। আর তাতেই নাকি জীবনের সব সুখ আর আনন্দ পান তিনি। পরিবারের পক্ষ থেকেও সহযোগিতা পেয়ে আসছেন প্রথম  থেকেই। আর তাই এই কাজ।

গুজরাটের ভাবনগর গ্রামের বাসিন্দা মহেশ শিভাঙ্গির। পেশায় হীরের ব্যবসায়ী। গত কয়েক বছরে ৪৭২ জন মেয়ের বিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেককেই এখন পর্যন্ত রীতিমতো ঘটা করেই বিয়ে দিয়েছেন এই 'বাবা'।

সোনার গয়না ও নতুন সংসার বসানোর জন্য সব সরঞ্জামসহ ৪ লাখ টাকা করে প্রত্যেক কন্যার জন্য বিয়েতে খরচ করেন তিনি। চলতি বছরেও ২১৬ জনকে কন্যাকে তিনি বিয়ে দেবেন বলে ঠিক করেছন।

আজ থেকে ৪০ বছর আগে বাবার হাত ধরে ভাবনগরে আসেন মহেশ। সেখানেই তাদের পৈতৃক ব্যবসা শুরু হয়। বাবার মৃত্যুর পর সেই কাজের দায়িত্ব বর্তায় তার ওপর।

ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন সমাজ সেবায় নিজেকে নিয়োগ করবেন। সেই চিন্তা থেকেই এই কাজ।

সিদ্ধান্ত নেন সমাজের সেই মেয়েদের বিয়ের দায়িত্ব নিজের কাধে তুলে নেবেন যারা ছেলেবেলায় বাবা-মাকে হারিয়েছেন। শুধু বিয়ে দেয়াই নয় রীতিমতো ঘটা করেই সেই বিয়ে দেবেন। সম্প্রদানও করবেন।

সেই থেকেই শুরু এই কাজ। তবে, তার এই কন্যাদানে নেই ধর্মের কোনো বাধা।

সূত্র: জিনিউজ ইন্ডিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.